Unknown Story of Lakshmi: কত অবতারে এসেছেন মা লক্ষ্মী?

fontIcon
Unknown Story of Lakshmi
27 Oct 2023, 01:36:57 PM IST
Image Source: BCCL

  • বেদবতী, তুলসী, রুক্মিণী, পদ্মাবতী— কত নাম
  • নানা রূপে বারবার ফিরে এসেছেন দেবী লক্ষ্মী
  • প্রতিটি অবতারের নেপথ্যে লুকিয়ে নানা অজানা কাহিনি
  • কেমন সেই গল্প? শুনুন এই সময় গোল্ডে

কৈলাসে ফিরলেন মা দুগ্গা। এবার পালা কন্যের। মানে, দেবী লক্ষ্মীর। যাঁর আশীর্বাদে ধনসম্পদে ভরে ওঠে মানুষের জীবন। তাই ঘরে ঘরে চলে এই দেবীর আরাধনা। কিন্তু জানেন কি বিভিন্ন রূপে বারে বারে ফিরে এসেছেন তিনি এই পৃথিবীতে। কী ভাবে? তবে শুনুন।

রথধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি দেবী লক্ষ্মীর পুজো করতেন। কিন্তু একদিন কী যে তাঁর মতি হল, তিনি পুজো বন্ধ করে দিলেন। দেবীও অসন্তুষ্ট হলেন। শত্রুরা তাঁর রাজ্য আক্রমণ করল। রাজা যুদ্ধে হারলেন আর রাজ্যও হারালেন। রাজার দুই পুত্র কুশধ্বজ আর ধর্মধ্বজ বাবার এই ভুল বুঝতে পারলেন। তাঁরা দেবী লক্ষ্মীর তপস্যা শুরু করলেন। দেবী সন্তুষ্ট হলেন আর তাঁরা ফিরে পেলেন রাজ্য। কুশধ্বজের স্ত্রী মালবতীর গর্ভে তাঁদের কন্যা হিসেবে জন্ম নিলেন দেবী লক্ষ্মী। বেদমন্ত্র উচ্চারণ করতে করতেই জন্ম নেন তিনি, তাই তাঁর নাম হয় বেদবতী। বড় হয়ে তিনি পুষ্কর নামক তীর্থে গিয়ে বিষ্ণুকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তপস্যা শুরু করলেন। তখন স্বর্গ থেকে তাঁর উদ্দেশ্যে ভেসে এল, ‘বেদবতী, তোমায় আবারও জন্মাতে হবে, বিষ্ণুও জন্মগ্রহণ করবেন। পরের জন্মে তুমি তাঁকে স্বামী রূপে পাবে।’

এই সময় একদিন রাবণ পুষ্পক রথে চড়ে আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি বেদবতীর কুটিরটি দেখে সেখানে এলেন। বেদবতী তাঁকে তাঁর জীবনকাহিনি শোনালেন, এমনকী এও বললেন যে নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্যই তাঁর এই তপস্যা। সব শুনেও রাবণ তাঁকে বিয়ের প্রস্তাব দিলেন। স্বভাবতই রাজি হননি বেদবতী। রাবণ তখন বেদবতীর চুলের মুঠি ধরে তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু বেদবতী তপস্যাবলে মুক্ত করলেন নিজেকে। আর তাঁকে বললেন, ‘ওরে শয়তান, আমি একজন ধার্মিক মানুষের ঘরে ফের জন্ম নেব। আর তোর মৃত্যুর কারণও হব আমিই।’ এই বলে তিনি কুটিরে জ্বলতে থাকা আগুনে ঝাঁপ দিয়ে জীবন শেষ করলেন। আর শোকাহত রাবণ ফিরে গেলেন লঙ্কায়।

এর পরের গল্প সকলের জানা। বেদবতী জনক রাজার মেয়ে হয়ে জন্ম নিলেন, নাম হল সীতা। আর সেই সময় অযোধ্যার রাজা দশরথের স্ত্রী কৌশল্যার সন্তান হয়ে জন্ম নেন রামরূপী বিষ্ণু। রাম হরধনু ভেঙে বিয়ে করেন সীতাকে। এর পর রাজ্য ছেড়ে রাম লক্ষ্মণ আর সীতাকে সঙ্গী করে বনবাসে গেলেন দণ্ডকারণ্যে। তার পর সীতাহরণ, লঙ্কা কাণ্ড ও সেই বেদবতীর রাবণকে বলা কথা মর্মান্তিক ভাবে ফলে যাওয়া। রাবণ-বধ।

Another LakshmiImage Source: BCCL

খানিক আগে তো শুনলাম, কুশধ্বজের স্ত্রী মালবতীর গর্ভে লক্ষ্মী জন্মেছিলেন বেদবতী রূপে, কিন্তু দেবী লক্ষ্মী, কুশধ্বজের ভাই ধর্মধ্বজের স্ত্রী মাধবীর গর্ভেও আরও এক রূপে জন্ম নেন। সুন্দরী এই মেয়ের নাম রাখেন তাঁরা তুলসী। ধার্মিক তুলসী পরে বিষ্ণুকে বিয়ে করেন। বিষ্ণুর অনুরোধে তিনি গণ্ডকী নদীর রূপ ধারণ করেন আর বিষ্ণু নিজে শালগ্রাম শিলা হয়ে থেকে যান এই নদীতে। এই তুলসীর চুলই পরে পরিণত হয় তুলসী গাছে, যা ঘরে ঘরে পূজিত হয়।

এর পর লক্ষ্মী জন্ম নিলেন ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী রূপে আর বিষ্ণু এলেন কৃষ্ণ হয়ে। এই জন্মে রুক্মিণী ভালোবাসলেন কৃষ্ণকে। এই প্রেমে সম্মতি ছিল রাজা ভীষ্মকেরও। কিন্তু বাধ সাধলেন রুক্মিণীর দাদা রুক্মী। তিনি বোনের বিয়ে ঠিক করলেন শিশুপালের সঙ্গে। কিন্তু রুক্মিণী তো মনে মনে কৃষ্ণকেই স্বামী হিসেবে বরণ করেছেন। তাই তিনি দ্বারকায় কৃষ্ণের কাছে খবর পাঠালেন, যদি কৃষ্ণ এসে তাঁকে উদ্ধার না করেন তো তিনি এই জীবন আর রাখবেন না। খবর পেয়ে কৃষ্ণ পৌঁছোলেন বিদর্ভ। সঙ্গে এলেন দাদা বলরাম। ঘোর যুদ্ধ হল দু’পক্ষে। শেষমেশ জয়ী হলেন কৃষ্ণ। রুক্মিণীকে বিয়ে করে ফিরলেন দ্বারকায়।

লক্ষ্মীর আরও এক রূপ পদ্মাবতী। সেও এক কাহিনি। একদিন সন্ন্যাসী ভৃগু স্বর্গে গিয়ে ঘুমন্ত নারায়ণের বুকে লাথি মারেন। বিষ্ণু এতে রাগেননি, উল্টে ভৃগুকে বলেন, ‘আপনার পায়ে আঘাত লেগেছে নিশ্চয়ই।’ আর তাঁর পাও টিপে দেন। ভৃগু এতে সন্তুষ্ট হন ও তাঁকে আশীর্বাদ করেন। কিন্তু চটে গেলেন লক্ষ্মী। তিনি বললেন, ‘আমি নারায়ণের বুকে বসবাস করি, ভৃগু আমায় অপমান করেছেন। আর আমার স্বামীও তাঁকে কিছুই বললেন না। আমি আর এই হৃদয়ে থাকব না।’ এই বলে তিনি নারায়ণকে ছেড়ে কোলাপুরে চলে গেলেন। সেখানে তিনি মহালক্ষ্মীর মন্দিরে পূজিত হন। লক্ষ্মী ছেড়ে গেলে বিষ্ণুও বৈকুণ্ঠ ছেড়ে তিরুপতিতে ভেঙ্কটেশ রূপে বাস করতে শুরু করেন।

চোল দেশের রাজা আকাশরাজা জমি চাষ করার সময় খুঁজে পান পদ্মের মতো এক কন্যাকে। নাম রাখেন পদ্মাবতী। একদিন নারদ আসেন তাঁর কাছে। তিনি পদ্মাবতীকে বিষ্ণুকে ছেড়ে চলে আসার কথা মনে করিয়ে দেন। এর পরে এক দিন ভেঙ্কটেশ আর পদ্মাবতীর দেখা হয়। প্রেমে পড়েন তাঁরা একে অপরের। রাজাও মত দেন দু’জনের বিয়েতে। বিয়ে করে ‘শ্রী’ অর্থাৎ দেবী লক্ষ্মী বাস করতে শুরু করেন ভেঙ্কটেশের হৃদয়ে।

Web Title:

kojagari laxmi puja 2020 | Sharad Purnima 2020 | Kojagari Puja | kojagari laxmi puja 2020 in west bengal | Maa Lakshmi Puja Special Story

(Bengali podcast on Eisamay Gold)

গল্প রেট করুন