The Life Divine by Sri Aurobindo : শ্রীঅরবিন্দের দিব্য-জীবন

fontIcon
Sri Aurobindo
05 Dec 2023, 06:38:50 AM IST
Image Source: BCCL

  • আজ Sri Aurobindo-র তিরোধান দিবস
  • সেই উপলক্ষে ফিরে দেখা তাঁর জীবনের প্রধান দার্শনিক কাজ, The Life Divine
  • শ্রীঅরবিন্দের জীবদ্দশায়, ১৯৪৮ সালে তার অনুবাদ করেছিলেন অনির্বাণ
  • সেই গ্রন্থের নাম দিব্য-জীবন
  • আজ তার প্রথম পরিচ্ছেদ ‘নচিকেতার অভীপ্সা’ থেকে একটি অংশ

The Life Divine by Sri Aurobindo :কোন্ ধূসর অতীতে প্রবুদ্ধমনের প্রথম কিরণ-সম্পাতেই মানুষের মাঝে জেগেছে এক লোকোত্তর এঘণা;-দিব্য-স্বরূপের এক অস্ফুট আভাস তার মাঝে এনেছে পূর্ণতার প্রৈতি। তাকে ছুটিয়েছে নিখাদ সত্যের অনির্বাণ আনন্দদীপ্তির সন্ধানে, অমৃতত্বের নিগূঢ় চেতনায় আকুল করেছে তার অন্তর। যুগযুগান্তের ধারা বেয়ে চলেছে তার অবিশ্রাম এঘণা; তার আদি নাই। বুঝি বা অন্তও নাই; সংশয়ের নাস্তিকতার দীর্ঘতম অমানিশার পরেও জীবনের প্রাচীমূলে বারবার দেখা দিয়েছে তার অরুণ-লেখা, মানবের প্রাচীন ইতিহাস তার সাক্ষী। আর আজ বহিঃপ্রকৃতির ঐশ্বর্যের বিপুল দানে যখন ভরে উঠেছে মানুষের অঞ্জলি, তখনও তার প্রাণের গহনে কোথায় বেজেছে এক অতৃপ্ত হাহাকার, আবার সেই চিরন্তনী আকৃতিতে এই প্রদত্ত বিত্তৈমণার নাঝেও তাকে করে তুলেছে উন্যূনা। আলো চাই, স্বাতন্ত্র্য চাই, চাই অমৃতত্বের অধিকার, চাই দিব্যজীবনের ভাম্বর মহিমা-এই অভীপ্সা নিয়ে যেমন মানুষের যাত্রা শুরু, তেমনি এর চরিতার্থতাতেই তার ইতি; এর চেয়ে বৃহত্তর কামনা তার মনেরও অগোচর।


কণ্ঠ: শৌণক সান্যাল


Web Title:

শ্রীঅরবিন্দের জীবন | The Life Divine | Sri Aurobindo Podcast in Bangla | Sri Aurobindo Death Anniversary | Sri Aurobindo-র তিরোধান দিবস |Divya Jiban of Sri Aurobindo | Podcast in Bangla

(Bengali podcast on Eisamay Gold)

গল্প রেট করুন